বাবরি মসজিদ ইস্যুতে বিরোধীদের তোপ! আমরা যা বলি তা করি, বললেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

আশিস মণ্ডল, বোলপুর, ৯ ডিসেম্বর: বাবরি মসজিদ ভাঙ্গার জন্য কংগ্রেস, কমিউনিস্টরা বিজেপি কে আক্রমণ করে। এবার তাদের পাল্টা সমালোচনা করলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা সংখ্যালঘুদের ভোট পায় তারা কেন বাবরি মসজিদের ধাঁচা রক্ষা করেনি। বীরভূমের ইলামবাজারে বিজেপির সমালোচকদের এভাবেই সমালোচনা করলে তিনি।

বীরভূমের ইলামবাজারে আজ গৃহসম্পর্ক অভিযানে এসেছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। বাবরি মসজিদ ইস্যুতে বিরোধীদের পালটা সমালোচনা করে বলেন, “যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিয়েছেন সেই কংগ্রেস, কমিউনিস্ট, সপাকে জিজ্ঞাসা করুন, কেন তাঁরা বাঁচায়নি বাবরি মসজিদের ধাঁচা। তাদের তো বাঁচানো উচিৎ ছিল। আমরা যা বলি, তা করি। আমরা রাম মন্দির বানানোর কথা বলেছিলাম, আর সেটা হচ্ছে।” বীরভূমের ইলামবাজারে গৃহসম্পর্ক অভিযানে এসে এভাবেই বিরোধীদের পালটা সমালোচনা করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিত্র। বৃহস্পতিবার তাঁর সঙ্গে ছিলেন বীরভূম জেলার সভাপতি শ্যামাপদ মন্ডল সহ জেলা বিজেপির বিভিন্ন নেতানেত্রী।

সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি অনুপ্রবেশ নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি, সি এএ এর পক্ষে জোর সওয়াল করেন। তিনি বলেন, “তিন তালাক, ৩৭০ ধারা, ‘৩৫এ’ হঠানোর কথা বলেছিলাম হয়েছে। রাম মন্দির ওখানেই হবে বলেছিলাম, সেই কাজ হচ্ছে।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here