“৬০০টা বন্ধ করেছি, ১ বছরে আরও ৩০০ মাদ্রাসা বন্ধ করব,” হুঙ্কার হিমন্ত বিশ্বশর্মার, অভিন্ন দেওয়ানি বিধির পক্ষেও সওয়াল মু্খ্যমন্ত্রীর

আমাদের ভারত, ১৫ মে: এক বছরের মধ্যেই আরও ৩০০টা মাদ্রাসা বন্ধ করে দেব। এমনই হুঙ্কার দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার তেলেঙ্গানায় হিন্দু একতা যাত্রায় পর একটি জনসভায় তিনি বলেন, আসাদউদ্দিন ওয়েসিকে জানানো দরকার যে আগামী দিনে অসমে আরও তিনশোটি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে।

দিন কয়েক আগে বহুবিবাহ বন্ধ করার উদ্দেশ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন হিমন্ত। বাল্যবিবাহ রোধ করতে ব্যাপক সক্রিয়তা দেখিয়েছে হিমন্ত বিশ্বশর্মা সরকারের প্রশাসন। রবিবার তেলেঙ্গানায় বক্তব্য রাখতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “অসমের লাভ জিহাদ বন্ধ করতে আমরা কাজ করছি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর অসমে ৬০০টি মাদ্রাসা বন্ধ করেছি। ওয়েসিকে জানিয়ে রাখতে চাই এ বছর আরও ৩০০টি মাদ্রাসা বন্ধ করে দেব। আমি চাই সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে যাক। তার পরিবর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি হবে।”

তিনি আরও বলেন, ভারতের কিছু মানুষ মনে করেন, তারা চারজন মহিলাকে বিয়ে করতে পারেন। কিন্তু এবার সেদিন শেষ হতে চলেছে। বহুবিবাহ বন্ধ করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হতে চলেছে। তারপরেই প্রকৃত অর্থে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে উঠবে।”

প্রসঙ্গত বহুবিবাহকে নিষিদ্ধ করতে ইতিমধ্যে আইনি পরামর্শ নিতে একটি বিশেষজ্ঞ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। বহুবিবাহ নিষিদ্ধ করার বিষয়ে রাজ্যের স্বাধীনতা আছে কি না তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি মুসলিম ব্যক্তিগত আইন বা শরিয়ত আইনও খতিয়ে দেখবেন তারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here