আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ ডিসেম্বর: হাড়োয়ায় অস্ত্র তৈরি করার কারখানার হদিস। কারখানা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর বাজার এলাকার বাসিন্দা
বাসুদেব সর্দার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সেখানে অস্ত্র তৈরি করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায়। অস্ত্র মজুদ করার পাশাপাশি অস্ত্র তৈরিও করা হত। কারখানা থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম লেদ মেশিন, ওয়েল্ডিং মেশিন, হ্যাক্সোভল্ট, স্ক্রু ড্রাইভার, লোহার পাইপ সহ আগ্নেয়াস্ত্র তৈরি করার কাঁচামাল উদ্ধার করেছে। এছাড়া দুটো রিভলবারও পাওয়া গেছে। কারখানার মালিক বাসুদেব সর্দার এবং মিনাখা থানার চৈতালের ব্যবসায়ী আসাবুর মোল্লা এবং হাসনাবাদের বাসিন্দা শামসুর মোল্লা সহ তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এদের সঙ্গে বাংলাদেশি অস্ত্র কারবারিদের যোগসুত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। বরাবরই হাড়োয়া ব্লক রাজ্যের মধ্যে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। সেদিক থেকে বিধানসভা নির্বাচনের আগে পুলিশের বড় সাফল্য মনে করছে রাজনৈতিক মহল।