কুলতলি থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার ১

আমাদের ভারত, ১২ ফেব্রুয়ারি: গোপন সুত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ ও কুলতলি থানার পুলিশ যৌথ তল্লাশি অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে দুটি লং রেঞ্জ পাইপগান ৭৪ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড গুলির খোল উদ্ধার করে। এই ঘটনায় দীনবন্ধু হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, দীনবন্ধু অস্ত্র কেনাবেচার কাজের সাথে জড়িত।

মঙ্গলবার রাত্রি সাড়ে আটটা নাগাদ বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল হানা দেয় কুলতলি থানার ট্যাংরাবিচি হালদার পাড়া গ্রামে। সেখানে সূত্রের খবর অনুযায়ী দীনবন্ধু হালদারের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। প্রমাণও মেলে হাতে নাতে। দুটি আগ্নেয়াস্ত্র সহ বহু গুলি উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দীনবন্ধুকে। দীনবন্ধুর সাথে অস্ত্র কেনাবেচার কাজে আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here