অমরজিৎদে, ঝাড়গ্রাম, ২০ জুন: মাস্ক ছাড়া বাজারে আসবেন না। মাস্ক ছাড়া পথে বেরোবেন না। সাধারণ মানুষকে দাঁড় করিয়ে এই আবেদন করলেন গোপীবল্লভপুর থানার পুলিশ আধিকারিকরা।
করোনা সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। তাই সকলকে মাস্ক পরার আবেদন পুলিশের। আজ রাস্তায় দাঁড়িয়ে তাঁদের বলতে দেখাগেল, “পুলিশের হাত থেকে নয়, করোনার হাত থেকে বাঁচতে মাস্ক পরুন।” এই আবেদন গোপীবল্লভপুর থানার পুলিশের। শনিবার গোপীবল্লভপুর থানার উদ্যোগে গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে মাস্কহীন ব্যক্তিদের দাঁড় করিয়ে সচেতন করলেন তাঁরা। দোকানে দোকানে গিয়েও তাঁরা মানুষকে মাস্ক পরার গুরুত্ব বোঝান। সচেতন করতে দেখাগেল এস আই তরুন দে, এস আই রাজীব মোহান্তি ও অন্যান্য পুলিশকর্মীদের। পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।