“দুর্নীতির খোঁজে আসা কেন্দ্রীয় দলকে স্বাগত,”  ট্যুইট শুভেন্দুর

আমাদের ভারত, ১৭ মার্চ: ‘১০০ দিনের কাজে দুর্নীতির খোঁজে আসা কেন্দ্রীয় দলকে স্বাগত’। শুক্রবার ট্যুইটে এ কথা লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একশো দিনের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে ফের রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার সকাল ১১টায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় এই দল। সূত্রের খবর, ২২ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবেন কেন্দ্রের প্রতিনিধিরা। তাঁরা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একশো দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখবেন। যে সমস্ত অনিয়মের অভিযোগ উঠছে তারও তদন্ত করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কেন্দ্রীয় প্রতিনিধিদের এই সফরকে স্বাগত জানিয়ে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার তিনি চারটি পৃথক টুইটে লিখেছেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জাতীয় স্তরের পর্যবেক্ষকদের দিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গা টু ব্লকে এমজিএনরেগা-র অধীনে তহবিলের অনিয়ম ও অপব্যবহারের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকে স্বাগত জানাই। অবিরাম কেন্দ্রীয় নজরদারি অবশ্যই ক্রমাগত দুর্নীতি নির্মূল করছে।

আমি আজ থেকে উত্তর ২৪ পরগণার স্কুল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ৫টি জেলায় পিএম পোষণ (মিড ডে মিল) প্রকল্প বাস্তবায়নে অডিট ও অ্যাকাউন্টস বিভাগের বিশেষ অডিটকে স্বাগত জানাই। কেন্দ্রীয় দলকে হঠাৎ করে স্কুল নির্বাচন করে অপ্রত্যাশিতভাবে পৌঁছানো উচিত।

গত নভেম্বরে মুখ্যমন্ত্রীর ‘তথাকথিত’ হিঙ্গলগঞ্জে প্রশাসনিক সফরের জন্য মিড ডে মিলের তহবিল থেকে লক্ষ লক্ষ টাকার অবৈধ অপসারণেরও তদন্ত করা উচিত কেন্দ্রীয় অডিট টিমের। উত্তর ২৪ পরগনায় কম্বল বিতরণের জন্য এই টাকা সরানো হয়েছিল। অবশ্যই একটি আর্থিক সীমালঙ্ঘন।

দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার এমডিএম তহবিল থেকে টাকা সরানো অভ্যাস করে তুলেছে। কারণ রাজ্যের জরুরি ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কোনও অর্থ অবশিষ্ট নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ফটো তোলার জন্য ক্ষতিগ্রস্তদের আত্মীয়দের ক্ষতিপূরণ দিয়েছেন এমডিএম তহবিল থেকে। বীরভূমের বগটুই হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দাতব্য করেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here