ওয়েষ্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের দুদিনের রাজ্য সম্মেলন

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি:
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ হলে ওয়েষ্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের দুদিনের রাজ্য সম্মেলন শুরু হয়েছে। শনিবার সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, সমাজে থাকা মানে পদে পদে মানুষের বিপদ থাকবে। প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করে তার অনুকূল পরিবেশ ফিরিয়ে দেওয়াই হল এই বিভাগের কর্মী আধিকারিকদের দায়িত্ব। বিপর্যয় মোকাবিলায় তারা যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তাও এদিন বিস্তৃত উল্লেখ করেন মন্ত্রী। সম্প্রতি বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্তদের উদ্ধারকার্যে যেভাবে সকলে ঝাঁপিয়ে পড়েছিলেন তারও প্রশংসা করেছেন তিনি। শনিবার থেকে দুদিনব্যাপী ওয়েষ্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩৫ তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু হয়েছে মেদিনীপুরে।

বিদায়ী রাজ্য সম্পাদক অশোক কুমার দাস তার সম্পাদকীয় প্রতিবেদনেও স্বীকার করেছেন বিশ্বজুড়ে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বিপর্যয় বেড়ে চলেছে। একদিকে বিশ্বের উষ্ণতা বাড়ছে তো অপরদিকে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের আক্রোশ। সংগঠনের মতে সঠিক পরিকল্পনা নীতির উপর ভিত্তি করে উন্নয়ন করা সম্ভব হলে তবেই বিপর্যয়জনিত ঝুঁকি কমতে পারে। এদিন সম্মেলনমঞ্চ থেকে সাংগঠনিক দাবিদাওয়াও পেশ করা হয়। সারা রাজ্য থেকে প্রায় ৩০০ প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এদিন অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন ফেডারেশন নেতা সুনীল কর, মদন ভট্টাচার্য, বীরেন গিরি, আশিষ কুমার মহাপাত্র, অরুন কুমার দেশওয়ালী প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *