জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ জানুয়ারি: চাহিদামত আলু বীজ উৎপাদনে এই রাজ্য স্বনির্ভরতার পথে অগ্রসর হচ্ছে বলে আজ মেদিনীপুর সার্কিট হাউসে রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের রাজ্যের জন্য প্রয়োজনীয় আলুবীজ পঞ্জাব, হরিয়ানা প্রভৃতি রাজ্য থেকে আমদানি করে আলু চাষ করতে হয়। সেজন্য ২০২১ সাল থেকে এই রাজ্যে পরীক্ষামূলকভাবে আলু চাষের প্রয়োজনীয় বীজ উৎপাদন শুরু হয়েছে। গত বছর এ রাজ্যে দেড় কোটি টাকার আলু বীজ চাষিদের দেওয়া হয়েছে। মন্ত্রীর আশা, ২০২৪-২৫ সালের মধ্যে আলু বীজের জন্য অন্য রাজ্যের উপর নির্ভরশীলতা এরাজ্যের আর থাকবে না।
তিনি উদাহরণ দিয়ে বলেন, একসময়ে ধান চাষের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের উপর নির্ভরশীল ছিল কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ ছয় থেকে সাতটি রাজ্যে ধানের বীজ সরবরাহ করে। ঠিক একইভাবে আলু এবং ভুট্টার ক্ষেত্রেও অন্য রাজ্যের উপর নির্ভরশীলতা কাটিয়ে রাজ্য যাতে স্বনির্ভর হতে পারে সেজন্য রাজ্যের কৃষি দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ করছে।