পশ্চিমবঙ্গের অবস্থা শ্রীলঙ্কার মত হবে: দিলীপ ঘোষ

আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জুলাই:
পশ্চিমবঙ্গের অবস্থা শ্রীলঙ্কার মত হবে। বুধবার মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি শহরের বটতলায় কালী মন্দিরে পুজো দেন। একাধিক দলীয় কর্মসূচিতেও যোগ দেন দিলীপ ঘোষ।

পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, “পঞ্চায়েত নির্বাচন শান্তিতে হাওয়া তো আমাদের হাতে নেই, মাকে বললাম যারা গোলমাল পাকায় তাদের যেন সামলে রাখেন।”

মা কালী সম্পর্কে মহুয়া মৈত্রীর মন্তব্য নিয়ে দিলীপবাবু বলেন, ” তার এই মন্তব্য আমাদের আঘাত করেছে, বিশেষ করে যারা মা কালীর ভক্ত তারা কষ্ট পেয়েছেন। তাই আমরা যেখানেই যাচ্ছি মা কালীর পুজো দিচ্ছি। আর মা কালীকে নিয়ে যারা কু-কথা বলেছে তাদের যাতে মা সুবুদ্ধি দেন সেই প্রার্থনা করেছি।”

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মোদীর অবস্থা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মত হবে। আজ অভিষেকের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। ঋণ ভারে জর্জরিত হওয়ায় শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে । দ্বীপরাষ্ট্রের এই অবস্থার সূত্র টেনে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের অবস্থা শ্রীলঙ্কার মত হবে। এই রাজ্য এবার দেউলিয়া হবে। বেতন বন্ধ, মহার্ঘ ভাতা বৃদ্ধি বন্ধ, ইনক্রিমেন্ট হচ্ছে না, কোনও বিভাগের লোক নিয়োগ হচ্ছে না, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। এই রাজ্যটাও হয়ে গেছে প্রায় শ্রীলঙ্কার মতই।”

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তাঁর দাবি, এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদীর প্রতি মন থেকে সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তাঁর মন এখানে থাকলেও শরীর রয়েছে বিরোধীদের সঙ্গে।”

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বোমাবাজি প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ভাটপাড়া হচ্ছে বোমাবাজির প্রথম জায়গা। তবে শুধু ভাটপাড়া নয়, সারা পশ্চিমবঙ্গেই ঘটেছে এটা।”

নয়া সংসদ ভবনে অশোক স্তম্ভ নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রশ্নে তিনি বলেন, “মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনা করার কোনো ইস্যু না পেয়েই অশোকস্তম্ভ নিয়ে অকারণ হৈচৈ করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *