করোনা মোকাবিলায় প্রস্তুত পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর

আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ মার্চ: করোনা ভাইরাসের মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা জানিয়েছেন, রাজ্যের নির্দেশ মতোই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরে হোম আইসোলেশনে বাহান্নটি শয্যা রয়েছে। এখনো পর্যন্ত নজরবন্দি হয়েছেন আটষট্টি জন। তার মধ্যে ষোল জনকে বিপদমুক্ত ঘোষণা করা হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে আইসোলেশনে শয্যা রয়েছে চারটি। খড়্গপুর মহকুমা হাসপাতালে চারটি। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ছটি। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চারটি এবং শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে চারটি। কোয়ারেন্টাইনে সজ্জা পঞ্চাশটি রয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here