জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ জুলাই: মাধ্যমিক পরীক্ষার পাশের হারে এবছর পশ্চিম মেদিনীপুর জেলা দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই জেলায় পাসের হার ৯২.১৬ শতাংশ। এবছরের ফলাফলে রাজ্যে অষ্টম স্থান পেয়েছে জেলার দাসপুর বিবেকানন্দ হাই স্কুলের ছাত্র শুভঙ্কর মাইতি। তার প্রাপ্ত নম্বর ৬৮৫। বাংলায়- ৯৮, ইংরেজিতে- ৯৬, গণিতে- ১০০, ভৌতবিজ্ঞানে- ৯৮, জীবন বিজ্ঞানে- ৯৭, ইতিহাসে- ৯৬, ভূগোলে -১০০)।
চিকিৎসক সুখেন্দু মাইতি এবং রিতা মাইতির একমাত্র সন্তান শুভঙ্কর। কর্মসূত্রে তাদের পরিবার দাসপুর দু নম্বর ব্লকের কামালপুরে থাকেন। তাদের বাড়ি ডেবরা ব্লকের রহিমপুরে।