শেষ হল পশ্চিম মেদিনীপুরের জেলাস্তরের যুব সংসদ প্রতিযোগিতা

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: বৃহস্পতি এবং শুক্রবার মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হোল পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত যুব সংসদ প্রতিযোগিতার (২০২২) জেলাস্তরীয় মক পার্লামেন্ট। পশ্চিম মেদিনীপুর জেলার ষোলটি কলেজ দু’দিন ধরে মেদিনীপুর কলেজের বিবেকানন্দ সভাগৃহে এই প্রতিযোগিতায় অংশ নেয়। মক পার্লামেন্ট ছাড়াও ছিল কুইজ, রচনা লেখা এবং তাৎক্ষণিক বক্তৃতা। মূল সভাগৃহের পাশাপাশি কলেজের অন্যান্য সেমিনার হলে এই প্রতিযোগিতাগুলো আয়োজিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ডঃ গোপাল চন্দ্র বেরা কলেজের সার্ধশতবর্ষ পূর্তির বছরে এই প্রতিযোগিতা আয়োজন করার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। স্বাগত ভাষণে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ শিবাজীপ্রতিম বসু ভারতের ইতিহাসে গণতান্ত্রিক কাঠামো নির্মাণে সংসদের ভূমিকার কথা তুলে ধরেন। উপস্থিত অন্যান্য বক্তারা যুবসমাজের জন্য এই প্রতিযোগিতার গুরুত্বের কথা তুলে ধরেন।

দুদিন ধরে চলা এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে জয়ী প্রতিযোগীদের হাতে দ্বিতীয় দিন পুরস্কার, শংসাপত্র এবং আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। তুলে দেন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছিলেন খড়গপুর (গ্রামীণ) এর বিধায়ক দীনেন রায়, মেদিনীপুর পুরসভার প্রধান সৌমেন খান ও অন্যান্য বিশিষ্টজন।

মক পার্লামেন্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে খড়গপুর কলেজ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে গৌরব গুঁই মেমোরিয়াল কলেজ এবং মেদিনীপুর কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *