পশ্চিমবঙ্গ সরকার কী লুকোতে চায়? তিলজলা কান্ডে তদন্তে রাজ্যের বাধায় প্রশ্ন কেন্দ্রের শিশু সুরক্ষা কমিশনের

আমাদের ভারত, ৩০ মার্চ: তিলজলা কাণ্ডে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধে। অভিযোগ রাজ্যের তরফে চিঠি দিয়ে তিনজলার ঘটনায় কেন্দ্রকে তদন্তে বাধা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিশনের চেয়ার পার্সন প্রিয়াঙ্ক কানুনগোর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার ঠিক কী লুকোতে চায়?

তিলজলার সাত বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন করে খুন করার ঘটনায় সোমবার উদ্বেগ প্রকাশ করেছিল কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন। এ বিষয়ে তদন্ত করতে চেয়ে রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের ডিজিকে নোটিশ পাঠিয়েছিল তারা। উদ্বেগের কথা জানিয়ে টুইট করেছিলেন প্রিয়াঙ্ক। তিলজলার ঘটনায় বিস্তারিত তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল রাজ্যকে।

তারপর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফে বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিশনের কাছে একটি চিঠি যায়। সেখানে বলা হয়েছে কেন্দ্রের উদ্বেগ প্রশংসনীয়। কিন্তু যেহেতু রাজ্যের তরফে বিষয়টি দেখা হচ্ছে তাই কেন্দ্রের তরফ থেকে তদন্তের জন্য নতুন করে দল পাঠানোর প্রয়োজন নেই। কলকাতা এবং মালদহে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় কমিশন।

রাজ্যের কমিশনের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে কেন্দ্রকে দেওয়া চিঠিতে তাও বিস্তারিত জানিয়েছেন রাজ্য কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। তিনি জানান, তিনি নিজে মূল ঘটনার পরের দিন শিশুটির বাড়িতে গিয়েছেন। তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। এই বিষয়ে যাতে কঠোর পদক্ষেপ করা হয় তা নিশ্চিত করবে রাজ্য কমিশন।

কিন্তু বিতর্ক তৈরি হয়েছে চিঠির শেষ অংশ নিয়ে। চিঠির শেষে লেখা হয়েছে, কেন্দ্রের কমিশনের বাংলায় এসে তিলজলা কান্ডের তদারকি করার কোনো প্রয়োজন নেই। আর এটারই প্রতিবাদ করে প্রিয়ঙ্ক বলেছেন, “পশ্চিমবঙ্গ সরকার ঠিক কি লুকোতে চায়? আমাদের বাংলা সফরে ওরা কখনো খুশি ছিল না। কিন্তু এবার তো ওরা আমাদের সরাসরি বাধা দিচ্ছে। ওই রাজ্যে শিশুদের অবস্থা কতটা শোচনীয়, এর থেকেই বোঝা যায়।” একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা আসবেনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *