নাক দিয়ে রক্ত পড়লে কি করবেন

ডাক্তার প্রশান্ত কুমার ঝরিয়াৎ
আমাদের ভারত, ২২ ডিসেম্বর: নাক দিয়ে রক্ত পড়লেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। নিকট জনরা ব্যস্ত হয়ে পড়েন। আবার সব সময় হাতের কাছে ডাক্তারবাবুকেও পাওয়া যায় না। তাই আসুন, আজ আমরা দেখি অযথা আতঙ্কিত না হয়ে নাক দিয়ে রক্ত পড়লে আমাদের কী করা উচিত।
প্রথমেই রুগীকে সাহস জোগাতে হবে, নাকটা চিপে ধরে মাথাটা একটু উঁচু করে রাখতে হবে। সাধারণত এই ভাবে কিছুক্ষণ থাকলেই নাকের রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এতেও না কমলে নাকের উপরের দিকে আইসপ্যাড ব্যবহার করা যেতে পারে।
নাকের ভিতর রয়েছে অনেক শিরা-উপশিরা। অত্যধিক ঠান্ডা বা অত্যধিক গরমে এই শিরাগুলি ফেটে গিয়ে রক্ত পড়তে পারে। আবার সরাসরি নাকে আঘাত লাগার ফলেও রক্তপাত হতে পারে। অনেক সময় নাকে পলিপ থাকার কারনেও রক্ত পড়তে পারে।
অনেকগুলি হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলি নাকের রক্তপাত বন্ধ করতে কার্যকরী ভূমিকা পালন করে।অত্যধিক রোদে ঘুরে নাক দিয়ে রক্ত পড়লে এন্টিমকুড ওষুধটি খুবই কার্যকরী।
আবার আঘাত লাগার ফলে রক্ত পড়লে আর্নিকা অব্যর্থ।

প্রথম বার রক্তপাত হলে ব্রায়োনিয়া বিফল হবে না।
নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্ত পড়লে একালিফা ইন্ডিকাকে স্মরণ করতে হবে।
রক্তের প্লেটলেটস্ কমে গিয়ে যদি নাক দিয়ে রক্তপাত হয়, যেমন ডেঙ্গুতে হয়, সে ক্ষেত্রে ক্রোটেলাস হোরাইডাস জীবন রক্ষা করতে পারে।
এছাড়াও অনেক ওষুধ আছে যেগুলো অত্যন্ত কার্যকরী কিন্তু এগুলি প্রয়োগের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে নেওয়া আবশ্যক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here