উচ্চ মাধ্যমিকের প্রতিবন্ধী পরীক্ষার্থীকে দেওয়া হল হুইল চেয়ার

আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ মার্চ: প্রতিবন্ধী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অঞ্জন মাহাতোকে হুইল চেয়ার দিয়ে পাশে দাঁড়িয়েছে ছাত্র-যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ। একশ শতাংশ প্রতিবন্ধী এই পরীক্ষার্থীর খবরটি সংবাদপত্রে দেখে শালবনীর সদর উত্তর চক্র ও আনন্দপুর চক্রের উচ্চ ও প্রাথমিক শিক্ষকদের ইচ্ছে হয় পরীক্ষার্থীর পাশে দাঁড়াতে। বর্ষীয়ান শিক্ষক অরবিন্দ দত্ত ও শুভম চাউলিয়ার সাথে কথা হয় মেদিনীপুরবাসী রামনারায়ণ সিংহের। রাম নারায়ন বাবু একটি হুইল চেয়ার দিতে চান অঞ্জনকে। তাঁরা যোগাযোগ করেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মহকুমা কনভেনার তন্ময় সিংহের সঙ্গে। ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চের তরফে ঠাকুরদাস মাহাত ও কুনাল কান্তি শীট ছাড়াও বিশিষ্ট শিক্ষক প্রদীপ বরম, বিশ্বনাথ সিনহা, অভিষেক জানা, শঙ্কর বিশাল, শৌভিক সুন্দর সেন, অরিন্দম পন্ডিত প্রমুখেরা ঠিক করেন সোমবারই দেওয়া হবে হুইল চেয়ার।

আজ সোমবার বিদ্যালয় ছুটি সত্বেও সকলে উপস্থিত হয় অজ্ঞনের বাড়ি, তন্ময় বাবু বিশেষ চাহিদাসম্পন্ন এই পরীক্ষার্থীকে শুভকামনা জানিয়ে আশ্বাস দেন যে কোনো সমস্যায় যোগাযোগ করতে, তারা পাশে থাকবে। রামনারায়ণ বাবু অঞ্জনকে হুইল চেয়ারে বসিয়ে দেন। হাতল ঘুরিয়ে নিজে গাড়ি চালাতে পেরে খুশি অঞ্জন। শালবনীর বিডিও অফিস থেকে তাকে এই মাসেই একটি শৌচাগার করে দেওয়া হবে বলে বলা হয়েছে। অঞ্জনের ইচ্ছা তাকে সরকারি প্রকল্পের একটি পাকা বাড়ি দেওয়া হোক। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই মাসিক এক হাজার টাকা ভাতা দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here