বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিগ্রস্থ কেউ ছাড় পাবে না: অমিত শাহ

আশিস মণ্ডল, বীরভূম, ২০ ডিসেম্বর: “বিজেপিতে পরিবারতন্ত্র নেই। ফলে দুর্নীতিও নেই। এ রাজ্যে ক্ষমতায় এলে দুর্নীতিগ্রস্থ কাউকে ছাড়া হবে না।” রবিবার বোলপুরে সাংবাদিক সম্মেলনে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শান্তিনিকেতন সফর এবং দলীয় কর্মসূচি সেরে সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে যোগদান তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন, “ওই দিন নাড্ডার গাড়ির উপর হামলা হয়নি। রাজ্যের গণতন্ত্রের উপর হামলা হয়েছে। দেশের সর্বত্র সবার কথা বলার অধিকার আছে। তার সুরক্ষার ব্যবস্থা করবে রাজ্য প্রশাসন। কিন্তু নাড্ডার ক্ষেত্রে রাজ্য তা করেনি। হামলা করে বিজেপিকে রোখা যাবে না। এই সন্ত্রাস একমাত্র বিজেপিই বন্ধ করতে পারে। বিজেপি এবার দু’শোর বেশি আসন নিয়ে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে। মোদীর হাত ধরেই বাংলার উন্নয়ন হবে। আটকানো হবে বাংলাদেশি অনুপ্রবেশকারী”। ঋণের ভারে জর্জরিত পশ্চিমবঙ্গ কিভাবে মুক্তি পাবে? প্রশ্নে শাহ বলেন, “সরকার না বদলালে খুব চিন্তার বিষয়। এর আগে বামফ্রন্ট ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে। তৃণমূল সরকার সেই ঋণের বোঝা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এরা ক্ষমতায় থাকলে ঋণ আরও বাড়বে”।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here