বিজেপি ক্ষমতায় আসলে অসৎ পুলিশ অফিসারদের ঘুঁটে আর জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হবে: জয়

আমাদের ভারত, হাওড়া- পুলিশ অফিসাররা বিজেপি কর্মীদের অকারণে মারধর করছে, মিথ্যে গাঁজার কেস দিচ্ছে। আমার তো মনে হয় এত বিজেপি কর্মীকে গাঁজার কেস দেওয়া হয়েছে অত গাঁজা রাজ্যে খুঁজলে পাওয়া যাবে না। পুলিশ অফিসারদের মনে রাখা উচিত ক্ষমতা সবসময় এক থাকে না পরিবর্তন হয়। বিজেপি যখন রাজ্যে ক্ষমতায় আসবে তখন এইসব অসৎ পুলিশ কর্মীদের ঘুঁটে এবং জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হবে। আর যারা সৎ পুলিশ অফিসার তাদের নিয়ে প্রশাসন সাজানো হবে।শুক্রবার হাওড়া জেলার শ্যামপুর এক অনুষ্ঠানে এসে এই ভাবেই পুলিশকে একহাত নেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।

কৃষি বিল নিয়ে তৃণমূলের বিরোধিতা নিয়ে জয় বলেন, তৃণমূল এই বিল নিয়ে একটা অদ্ভুত আচরণ করছে। একদিকে বিলের বিরোধিতা করছে আবার অন্যদিকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলছে কৃষকদের টাকা যেন রাজ্য সরকারের মাধ্যমে বন্টন করা হয়। আসল কথা হচ্ছে কৃষকদেরজন্য যে টাকা বরাদ্দ করা আছে সেটা রাজ্য সরকারের হাত দিয়ে খরচ হলে তাদের কোনও আপত্তি নেই। এদিন জয় বলেন, তৃণমূল কৃষি বিলের জন্য যে আন্দোলন করছে এটা তারই প্রমাণ যে এটা আসলে একটা ভাওতা। তবে যতই রাজ্য সরকার কৃষকদের জন্য বরাদ্দ টাকা দেওয়ার কথা বলুক না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন, এই টাকা রাজ্য সরকারের হাতে আসলে সেই টাকা গরিবদের কাছে পৌঁছাবে না। এদিন জয় বলেন, সিপিএম যখন ক্ষমতা থেকে চলে গেছিল তখন মাটি খুঁড়লে মানুষের হাড়গোড় পাওয়া গিয়েছিল আর যখন তৃণমূল চলে যাবে তখন মাটি খুঁড়লে শুধু টাকা পাওয়া যাবে। প্রধানমন্ত্রী সব বুঝেছেন বলেই এবারে কৃষি বিলের বরাদ্দ টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর মনস্থির করেছেন।

এদিন জয় বলেন, যে কোনও জিনিসের সংস্কার করলে তার বিরোধিতা আসবে তবে তার সুফল আগামী প্রজন্ম পাবে। যেমন বাল্যবিবাহ রোধ করতে গিয়ে রামমোহন রায় প্রতিবাদের মুখে পড়েছিলেন। ঠিক সেইরকম বিধবা বিবাহ চালু করতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিবাদের মুখে পড়েছিলেন। তবে আজ তাদের এই প্রচেষ্টার জন্য নারী সমাজ অনেক উঁচুতে উঠেছে। আজ নারীরা চাঁদে যাচ্ছে, প্লেন চালাচ্ছে। এদিন জয় বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। এর আগে অনেক প্রধানমন্ত্রী শুধুমাত্র ক্ষমতার ভয়েতে এই সমস্ত সিদ্ধান্ত নিতে সাহস দেখায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *