
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ আগস্ট:
স্নান করতে গিয়ে ভাগীরথীর জলে তলিয়ে গেল এক যুবক। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের বাসিন্দা পেশায় বেসরকারি সংস্থার কর্মী শুভাশীষ চাকি রবিবার সকালে শান্তিপুর বড়বাজার ঘাটে স্নান করতে যান। অভিযোগ, জলের স্রোত বেশি থাকায় স্নান করতে নামার পরই তলিয়ে যান তিনি। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ডুবুরি।