বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার কে খুন করার চক্রান্ত করেছিল?

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১১ মে: বিজেপি বিধায়ক অসীম সরকার কে খুন করার চক্রান্ত হয়েছিল বলে তিনি অভিযোগ করলেন। এ ব্যাপারে ইসলামপুরের কানকি ফাঁড়িতে তিনি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল। এ ব্যাপারে তিনি তদন্তের দাবি জানিয়েছেন। ওই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং এখনও গুরুতর আহত কয়েকজনের চিকিৎসা চলছে।

গত রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহর থেকে কবি গানের অনুষ্ঠান সেরে কলকাতা যাওয়ার সময় বিজেপি বিধায়ক তথা কবি অসীম সরকারের গাড়ি ও একটি পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা–বিহার সীমান্তে বিহারের কিশানগঞ্জ লাগোয়া কানকি পুলিশ ফাঁড়ির শেষ প্রান্তে ৩১নং জাতীয় সড়কে তাঁর দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে ধাক্কা মারে একটি লরি। ঐ ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী সহ বিজেপি বিধায়ক ও তার সাথে থাকা কয়েকজন সহশিল্পীরা আহত হন। বিহারের কিশানগঞ্জে তাদের চিকিৎসা চলে।

এদিকে একদিন পর বিধায়ক অসীম সরকার উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার কানকি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপি বিধায়কের দাবি, তাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। আটক লরিটির রেজিষ্ট্রেশন নম্বর বারাসতের। এতেই তার সন্দেহ আরো দৃঢ় হয়। তিনি বলেন, গানের মাধ্যমে উচিৎ কথা বলাতেই তাকে খুনের চক্রান্ত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করুক। যেহেতু তিনি কাটমানি, নেতাদের চুরি এবং মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে সরব হন তাই তার শত্রু থাকাই স্বাভাবিক, সেই কারণে তাকে খুনের চক্রান্ত করা হতে পারে। তিনি বলেন, সরকার বলেছিল ডবল ডবল চাকরি দেবে, বিনে পয়সায় ভ্যাকসিন দেবে, কিন্তু কোনটাই হয়নি যা তিনি গানের মাধ্যমে তুলে ধরেন। তার সন্দেহের আরো কারণ তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন অথচ গাড়িটি সেই জায়গায় এসে তাদের ধাক্কা মারে। এই ঘটনায় একজন মারা গেছেন। তার সন্দেহের মূল কারণ গাড়িটি বারাসতের এবং ফিরোজ খান নামে একজনের নামে রয়েছে। এতেই তার সন্দেহ আরো দৃঢ় হয়েছে। যে তিনি যেহেতু সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে সমালোচনা করেন তাই তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *