
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৪ ফেব্রুয়ারি: আজ কেশপুরে বিরাট জনসভার আয়োজন করেছিল তৃণমূল। সেখান থেকেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এবারের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে না পারলে তিনি তাঁদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করবেন। আবাস যোজনা, আমফানের টাকা তছরুপ সহ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ প্রসঙ্গে মুখ খোলনে অভিষেক। শেখ হসিনউদ্দিন নামে এক ব্যক্তিকে মঞ্চে ডেকে, তাকে সঙ্গে নিয়ে তিনি জানিয়ে দেন, আগামী দিনে কোন ধরনের মানুষদের প্রার্থী করার কথা ভাবছে তৃণমূল।
এরপরই দলীয় প্রার্থী নিয়ে বড় ঘোষণা করেন ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ হসিমউদ্দিন নামে ওই ব্যক্তির ভঙ্গুর বাড়ির ছবিও সভামঞ্চ থেকে দেখানো হয়। অভিষেক বলেন, ‘বিজেপি ও কলকাতার কিছু সংবাদমাধ্যম এমন দেখায় যে বাংলার মানুষের থেকে দুর্নীতিগ্রস্থ আর কেউ নেই। আপনারা অনেকেই ভাবছেন হসিনউদ্দিনবাবু তৃণমূল করেন না, পঞ্চায়েতের কোনও দায়িত্বে নেই তাও কেন তাকে আমি স্টেজে ডাকলাম। তার কারণ আগামী দিনে হসিনউদ্দিনের মতো মানুষরাই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের মুখ হতে চলেছেন। এই ধরনের মানুষদেরই আমরা স্বীকৃতি দেব। করে কম্মে খাওয়ার মতো মানুষদের দিন শেষ। শুধু পশ্চিম মেদিনীপুর নয়, সারা বাংলার জন্য এটা প্রযোজ্য। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে দলের মুখ হবে হসিমউদ্দিনের মতো মানুষরা। এই মানুষরাই আমাদের গর্ব। আপনি ভালো থাকবেন।