
আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ মার্চ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি সহ লেখা “বাংলার গর্ব”, তৃণমূলের এই ফ্লেক্সে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। এবার শুরু হল তার পালটা প্রচার। নেতাজী সুভাষ, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি, বিদ্যাসাগরের মতো মনীষীদের ছবি দিয়ে “বাংলার গর্ব” এই ফ্লেক্স দিয়ে পাল্ট প্রচার শুরু করল বিজেপি। এই দুই ফ্লেক্স ও পোস্টার ঘিরে রায়গঞ্জ শহরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে টানাপোড়েন ও তরজা শুরু হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলার গর্ব, তৃণমূল কংগ্রেস এই প্রচার শুরু করেছে গোটা বাংলা জুড়ে। এরই পাল্টা প্রচার হিসেবে বাংলা তথা দেশবরেণ্য মনীষীদের ছবি দিয়ে বাংলার গর্ব ফ্লেক্স ও ব্যানার ছড়িয়ে দিয়েছে বিজেপির রায়গঞ্জ শহর কমিটি।
তৃণমূল কংগ্রেসের বাংলার গর্ব হিসেবে মমতা বন্দোপাধ্যায়কে প্রচারের ঘটনায় ধিক্কার জানিয়ে পাল্টা এই প্রচার শুরু করেছে বিজেপি। অপরদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, বাংলার মানুষ জানেন এই বাংলার গর্ব কে? আর এই নিয়েই বিজেপি ও তৃনমূল কংগ্রেসের মধ্যে রায়গঞ্জ শহরে শুরু হয়েছে ব্যাপক তরজা।
রায়গঞ্জ শহরজুড়ে স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি লাগিয়ে তৃণমূলের “বাংলার গর্ব মমতা”-র পালটা প্রচার শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।
বিজেপির রায়গঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি অভিজিৎ যোশী বলেন, বেশ কিছুদিন থেকে আমরা টিভিতে, পোস্টারে দেখতে পাচ্ছি, বাংলার গর্ব মমতা। তৃণমূলের এই কার্যকলাপকে আমরা ধিক্কার জানাই। পশ্চিমবঙ্গের ধারক ও বাহক, যাঁরা এই বাংলার নাম দেশ তথা বিশ্বের দরবারে উঁচু করেছেন, আমরা বাংলার গর্ব হিসেবে সেইসব মহাপুরষদের মেনে এসেছি। আগামীতেও তাই মানবো। এই স্বঘোষিত বাংলার গর্বকে আমরা মানি না।
অন্যদিকে রায়গঞ্জ বিধানসভার তৃণমূলের কনভেনার অরিন্দম সরকার বলেন বাংলার গৌরব কে, তা বিজেপির থেকে শিখতে হবে না। আমরা জানি বিগত দিনের মনীষীদের আমরা শ্রদ্ধা করি। কিন্তু তা বিজেপির থেকে আমাদের শিখতে হবে না।
বাংলার মানুষ জানেন বাংলার গৌরব কে। বর্তমানে বাংলার গৌরব কে, তা সকলেই জানেন। বিজেপির এই সব অপপ্রচারে বাংলার মানুষ আগামীতে রায় দেবেন।