“দলনেত্রী নীরব কেন,“ পার্থ ও অনুব্রতকে গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন তথাগত রায়ের

আমাদের ভারত, ১৩ আগস্ট: পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পরেও তাঁদের দলনেত্রীর নীরবতার সমালোচনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “পার্থ ও অনুব্রতকে গ্রেফতার করা এবং আরও গ্রেফতারের আভাস আক্ষরিক অর্থেই তৃণমূলের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। এই দু’জন নিশ্চয়ই দোষী সাব্যস্ত হবেন। সন্ত্রাসবাদী-পাচারকারী-জিহাদি-দুর্নীতিবাজ রাজনীতিবিদ অক্ষের বিরুদ্ধে তাদের দৃঢ় পদক্ষেপের জন্য ঈশ্বর ইডি এবং সিবিআইকে গতি দিন।

পার্থ এবং অনুব্রত অবশ্যই তাদের দলের সহকর্মীদের উপর ইঁদুরের মত কাটবেন। ঠিক যেমন এনামুল হক এবং সেহগাল হুসেন অনুব্রতকে কেটেছিলেন। স্পষ্টতই সিবিআই এর জন্য যথেষ্ট প্রমাণ সংগ্রহ করেছে। তৃণমূলের মিছিলে কোনও লাভ হবে না। কিন্তু তাদের দলনেত্রী নীরব কেন?“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *