বিধবা বিবাহের স্মরণে বিধবা বিবাহ

আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ডিসেম্বর: মেদিনীপুরের একটি সংস্থার উদ্যোগে শনিবার এক বিধবার বিয়ের আয়োজন করা হয়। পাত্রের নাম স্বপন ঘোড়াই, বাড়ি মেদিনীপুর শহরের ঝর্ণাডাঙ্গায়। পাত্রীর নাম স্বাতি প্রামানিক, বাড়ি লালগড়ের সোনাকড়া গ্রামে।

পন্ডিত ঈস্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘বছরভর স্বরণে বিদ্যাসাগর’ কর্মসূচির সার্বিক ও সার্থক রূপায়ণের উদ্যোগ নিয়েছে মেদিনীপুরের সংস্থা মিডনাপুর ডট ইন। তাদেরই উদ্যোগে শনিবার ‘বিধবা বিবাহ সূচনা দিবস’ পালন করা হয়। রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ১৮৫৬ সালের ৭ ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়। সেই দিনটির সম্মানে সংস্থার কার্যালয়ে বিদ্যাসাগরের মূর্তির সামনে মালা বদল করলেন স্বপন ও স্বাতি। শাঁখ বাজিয়ে উলুধ্বনি  দিয়ে নব দম্পতিকে স্বাগত জানান সকলে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here