স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড, ধৃত স্বামী ও ননদ

আমাদের ভারত, রামপুরহাট, ১৪ ফেব্রুয়ারি: স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢালার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার ভবানন্দপুর গ্রামে। পুলিশ অভিযুক্ত স্বামী এবং গৃহবধূর ননদকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, বছর পনেরো আগে নলহাটি থানার ভবানন্দপুর গ্রামে সঙ্গীত লেটের সঙ্গে বিয়ে হয় নির্যাতিতা গৃহবধূর। তাদের দুটি সন্তান রয়েছে। গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই মদ্যপান করে বাড়ি ফিরে তার উপর নানা ভাবে অত্যাচার করত সঙ্গীত। গৃহবধূর বাবা-মা না থাকায় মুখ বুজে সব সহ্য করে চলেছিল। দিন কয়েক আগে এক পাথর ব্যবসায়ীর সঙ্গে স্ত্রী অসংলগ্ন অবস্থায় দেখে ফেলেন স্বামী। এরপর থেকে অত্যাচার আরও বাড়ে যায়। এমনকি বাড়ি থাকা স্বামী পরিত্যক্তা ননদ মিলনি লেটও মারধর করে বলে অভিযোগ। এরপরেই সঙ্গীত মদ্যপান করে বাড়ি ফিরে গৃহবধূর গোপনাঙ্গে বিড়ির ছাঁকা দেয় বলে গৃহবধূর অভিযোগ। বুধবার সকালে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার নাম করে গৃহবধূকে মাড়্গ্রাম থানার জোঘারহাটপাড়া নিয়ে যায় সঙ্গীত। সেখানেই দুপুরের দিকে গোপনাঙ্গে ওষুধ লাগানোর নাম করে অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ। এরপরেই গৃহবধূকে হাসপাতালে ভর্তি না করে ভবানন্দপুর গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় সঙ্গীত। বৃহস্পতিবার বিকেলের দিকে বিষয়টি জানাজানি হয়ে যায় গ্রামে। গ্রামবাসীরাই গৃহবধূকে নলহাটি থানায় নিয়ে যায়। সেখান থেকে তাকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে।

গৃহবধূ বলেন, “অন্য এক পুরুষের সঙ্গে আমার মেলামেশা দেখে ফেলে স্বামী। তারপর থেকে অত্যাচার বাড়িয়ে দেয়। আমি নিজের ভুল স্বীকার করে নিয়েছিলাম। তাতেও রেহাই মেলেনি। এরপর আমাকে ছোট ননদের বাড়িতে নিয়ে গিয়ে ওষুধ লাগানোর নাম করে কার্বলিক অ্যাসিড ঢেলে দেয়”। নলহাটি থানার পুলিশ স্বামী ও ননদকে গ্রেফতার করে শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে দুজনকেই তিনদিনের পুলিশ হেফজতের নির্দেশ দেন বিচারক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here