
রাজেন রায়, কলকাতা, ১৮ জানুয়ারি: কালারফুল বয়ের এক নতুন কালার। কখনও চকচকে রঙিন চশমা কখনও কালারফুল জামা। তার রঙিন ভাব, প্রকৃতি নিয়ে সবসময় আলোচনা হতেই থাকে। বিজেপির কাউন্সিলর সজল ঘোষ ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মদন মিত্রের। এখানে দেখা যাচ্ছে মদন মিত্র দুজন অল্প বয়সী মেয়েদের সঙ্গে বসে রয়েছেন। বেশ ঘনিষ্ঠভাবেই ছবিগুলি তোলা হয়েছে। ছবির সামনে দেখা যাচ্ছে সামনে রাখা রয়েছে খাবারের থালা এবং হুকা।
জায়গাটা কলকাতার কোনও একটি বিখ্যাত ক্লাব। তবে এই ধরনের ছবি শেয়ার করে সজল ঘোষ কার্যত মদন মিত্র কে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন বলে মনে করছেন অনেকে। যদিও মদন মিত্র ফেসবুক লাইভে এসে বলেছিলেন ‘তার নাতনির বয়সী বাচ্চা মেয়েরা যখন ছবি তুলবে, হাগ করেই ছবি তুলবে। সিনেমায় এগুলো করলে কলাকুশলী, আমি করলেই দোষ।’
মদন মিত্রের ভাইরাল পিক নিয়ে এখন তোলপাড় চলছে। কোনো ছবিতে দেখা যাচ্ছে বাহুবন্ধনে আবদ্ধ করেছেন তরুণীকে আবার কোনো ছবিতে পোজ দিচ্ছেন যুবতীদের সঙ্গে। সজল ঘোষ আবার কটাক্ষ করে লিখেছেন, ’বউ বলল এখনই বাড়ি এসো আর রাজনীতি করতে হবে না’। সজল ঘোষের এই পোস্টটিতে অনেকেই কমেন্ট করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, মদন মিত্র নিজে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন আমার বন্ধুর মেয়ের জন্মদিনের ছবি। আবার একজন লিখেছেন কালারফুল দাদার খেলা। আর নেটদুনিয়ায় মজা করছেন সকলে।