
আমাদের ভারত, বনগাঁ, ৭ ফেব্রুয়ারি: স্ত্রীর প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, বাধা দিতে গেলে স্ত্রীকেও কোপ স্বামীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার কালীবাড়ি এলাকায়। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। আহত যুবক চন্দন দত্ত বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, আহত যুবকের গলায়, পিঠে ও দুই হাতে কোপ লেগেছে। অভিযুক্তের স্ত্রীর মুখে কোপ লাগে। তিনিও চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সাত বছর আগে বাগদার কোনিয়ার
গ্রামের তপন দাসের সঙ্গে মালদার রিঙ্কু
মন্ডলের বিয়ে হয়। তপন ভিন রাজ্যে কাজ করতেন। এদিকে রিঙ্কুর সঙ্গে বনগাঁ হাসপাতালে পরিচয় হয় চন্দনের। সেই থেকে তাদের প্রেম। স্বামী ঘটনার কথা আঁচ করে কাজ থেকে বাড়ি ফেরে। শুরু হয় রিঙ্কুর সঙ্গে তপনের বিবাদ। এই নিয়ে তপনের বিরুদ্ধে বাগদা থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করে রিঙ্কু। দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতন সহ্য না করতে পেরে সম্প্রতি বনগাঁর বাসিন্দা চন্দনের বাড়িতে
আশ্রয় নেয় রিঙ্কু। বৃহস্পতিবার রাতে তপন দাস বনগাঁর কালীবাড়ি এলাকায় এসে তার স্ত্রী রিঙ্কু ও তার প্রেমিক চন্দন দত্তের উপর ধারালো দাঁ নিয়ে চড়াও হয়। চান্দনকে লক্ষ্য করে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। তার গলায়, পিঠে ও দুই হাতে কোপ লাগে।তাকে বাঁচাতে গিয়ে রিঙ্কু মন্ডলেরও মুখে কোপ লাগে। ঘটনার এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত তপন দাসকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। ধৃতকে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।