“রাজনীতিতে যোগ দিলে সৌরভ শীর্ষে উঠবেই” স্ত্রী ডোনার কথায় দাদার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা বাড়ল

আমাদের ভারত, ৮ জুলাই: ৮ জুলাই মহারাজ হ্যাঁ সৌরভ গাঙ্গুলির জন্মদিন। ৪৮ বছরের জীবনে একের পর এক মাইলস্টোন পেরিয়ে আজ সৌরভ গাঙ্গুলীর মাথায় বিসিসিআই প্রেসিডেন্টের মুকুট। কিন্তু এর পরের বছর কি এই দিনে মহারাজকে অন্য কোনও ময়দানে দেখবে মানুষ? তাঁর মাথায় কি অন্য কোনও মুকুট উঠতে পারে? ক্রিকেটের পিচ থেকে রাজনীতির আঙিনায় কি পা রাখতে পারেন বাঙালির দাদা? তিনি কি রাজ্যের বিজেপির মুখ হয়ে উঠবেন? তাঁকেই কি ২০২১এর বিধানসভা নির্বাচনের মুখ হিসেবে তুলে ধরতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল? রাজনৈতিক মহলে এই গুঞ্জন চলছেই। কিন্তু ভারতের অন্যতম সেরা ক্রিকেট ক্যাপ্টেনের জন্মদিনে স্ত্রী ডোনা গাঙ্গুলীর মন্তব্যে সেই গুঞ্জন আরো তীব্র হলো।

একটি দৈনিক সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ ঘরনী বলেছেন, “ও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে আমার জানা নেই। কিন্তু ও যে পিচেই খেলুক না কেন, তাতেই ও সেরা হয়। হয়তো স্বাভাবিক অবস্থা থেকে শুরু করে, কিন্তু একেবারে শীর্ষে পৌঁছায়। তাই, যদি রাজনীতিতে যোগ দেয় তাহলে আশা করছি হি ইউল ফিনিশ অ্যাট টপ।” আর সৌরভ ঘরনীর এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ডোনার কথায়, “আই উইল গো টু দা টপ” এই ডায়লগ সৌরভের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য। তিনি বলেন, “সৌরভ যে কাজটাই করেন তাতেই সেরা হতে চান। সিএবি প্রেসিডেন্ট হওয়ার সময় নানা আইনি জটিলতা হয়েছিল। প্রথমে বিষয়গুলিকে সৌরভ বুঝতে শুরু করে, আজ পুরো বিষয়টা গুলে খেয়ে নিয়েছে। আইনবিদদের সঙ্গে কথা বলে বলে এই বিষয়গুলি সম্পর্কে তার একটি পরিপক্ক ধারণা তৈরি করেছে সৌরভ।” ডোনার কথায়, “পরিশ্রম সবাই করতে চায় না, পারেও না। কিন্তু সৌরভ কাম ব্যাক করার জন্য যেমন খাটতে পারে, তেমন উন্নতি করার তাগিদ ও আত্মবিশ্বাস রয়েছে সৌরভের। জীবনের সব ক্ষেত্রে নিজেকে সেরার জায়গায় নিয়ে গেছে সৌরভ।” ডোনার বলেন, “আমি নিশ্চিত যে, সাধারণ হিসেবে ও যে কাজ শুরু করে সেটার সেরা হয়েই শেষ করে সৌরভ।”

তবে ডোনা আবারও বলেছেন, “রাজনীতি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সৌরভ। তবে ও যদি রাজনীতিতে যোগ দেয় শীর্ষে থাকার জন্যই তা করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *