পঞ্চায়েত নির্বাচনে আমাদের জেতালে আমরা কেন্দ্রের পাঠানো বিভিন্ন সুযোগ-সুবিধা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো: দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: আপনারা বিধানসভায়, লোকসভায়, আমাকে জিতিয়েছেন। পঞ্চায়েতেও আমাদের জেতান, তাহলে আমরা কেন্দ্রের পাঠানো বিভিন্ন সুযোগ-সুবিধা আপনাদের গ্রামে পৌঁছে দিতে পারবো, আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারবো। বুধবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পাকুড়শ্রেণিতে একটি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পাকুড়শ্রেণি এলাকায় সাবমার্সিবল পাম্প ও বাতি স্তম্ভের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন তিনি। বর্তমান গ্রীষ্মের শুরুতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। তাই এই জল সংকট দূর করতে এবং এলাকায় রাতের অন্ধকারে অপ্রতিকর ঘটনা এড়াতে বাতি স্তম্ভ বসানোর উদ্যোগ নিল বিজেপি। আজ একটি সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে এই সাবমারসিবল পাম্প ও বাতিস্তম্ভের উদ্বোধন করা হয়। এগুলির উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here