আখতার আলির জুতো পরে মই ছাড়াই ওঠা যাবে বিদ্যুতের খুঁটিতে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৫ ফেব্রুয়ারি: বিদ্যুতের খুঁটিতে ওঠার জন্য আর প্রয়োজন হবে না লম্বা মইয়ের। তরতর করে মই ছাড়াই উঠে পড়া যাবে উঁচু উঁচু বিদ্যুতের খুঁটিতে। কিভাবে তা দেখে নিতে হলে যেতে হবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়ায় আখতার আলির কাছে। আখতার আলি অভিনব এক ক্লাইম্বিং জুতো আবিষ্কার করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। সামান্য ভারী লোহার এই ক্লাইম্বিং জুতো পড়ে খুব সহজেই উঠে পড়া যাচ্ছে বিদ্যুতের খুঁটিতে। ইতিমধ্যেই গ্রামে গঞ্জে বিদ্যুৎ বিভ্রাট সামাল দিতে ডাক পড়ছে আখতারের।

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়ার বাসিন্দা আখতার আলি বিদ্যুতের খুঁটিতে ওঠার জন্য নিজেই বানিয়ে ফেলেছেন এক প্রকার ক্লাইম্বিং জুতো৷ ইলেকট্রিক মিস্ত্রীদের সাথে গ্রামেগঞ্জে কাজ করতে গিয়ে অনেক সময় বিদ্যুতের খুঁটিতে উঠতে হয়। স্বাভাবিকভাবেই মিস্ত্রীদের লম্বা লম্বা মই ঘাড়ে নিয়ে ছুটতে হয়। নীচে একজন মই ধরে রাখে অপরজন মই বেয়ে উপরে ওঠেন। সঙ্গে মই নিয়ে ঘুরে বেড়ানোর ঝামেলা মেটাতে বিদ্যুতের খুঁটিতে ওঠার জন্য পায়ে লোহার এক প্রকার ক্লাইম্বিং জুতো লাগিয়ে সহজেই খুঁটিতে ওঠার জিনিস বানিয়ে ফেললেন প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আখতার আলি। স্থানীয় এই ইলেকট্রিক মিস্ত্রীর বিদ্যুতের খুঁটিতে ওঠার জন্য এধরনের পদ্ধতি সামনে আসতেই অবাক হলেন সাধারন মানুষ।

আখতার আলি জানালেন, গ্রামগঞ্জে কাজের জন্য ডাক পড়লে এখন আর ঘাড়ে মই নিয়ে ছুটতে হবেনা। সামান্য ভারী লোহার তৈরি দুটি ক্লাইম্বিং সঙ্গে থাকলে সহজেই উঠে যাওয়া যাবে উঁচু বিদ্যুতের খুঁটিতে। আখতারের এই আবিষ্কার সাড়া ফেলে দিয়েছে উত্তর দিনাজপুর জেলায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here