সরকারি আধিকারিক পরিচয় দিয়ে তৃণমূলকর্মী ভোটার তালিকায় নাম সংশোধনের ৮ নম্বর ফরম জমা নিচ্ছেন, অভিযোগে তৃণমূল সিপিএম মারামারি

নীল বনিক, আমাদের ভারত, ২০ ডিসেম্বর: সরকারি আধিকারিক পরিচয় দিয়ে তৃণমূল কর্মী বর্নিতা দাস ভোটের তালিকায় নাম সংশোধনের ৮ নম্বর ফরম জমা নিচ্ছেন। এই অভিযোগে তৃণমূল সিপিএম মারামারি, ঘটনায় আহত দুই। ঘটনা গতকাল রাতে, হিন্দমোটর রবীন্দ্রনগড়ে। আহত সিপিএম কর্মী শুভ্র রায় ভর্তি উত্তরপাড়া হাসপাতালে।

ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধনের কাজ শুরু হয়েছে উত্তরপাড়ায়। কোতরং রবীন্দ্রনগরের একটি স্কুলে সেই কাজ চলছিল। অভিযোগ, তখন ওই এলাকার তৃমূল কর্মী বর্নিতা দাস নিজেকে ডিও পরিচয় দিয়ে ফরম জমা দিতে আসা লোকজনের কাছ থেকে ৮ নম্বর ফর্ম রিসিভ করে বাড়ি নিয়ে চলে যান। তা জানতে পেরে সিপিএম কর্মী শুভ্র রায় সংশ্লিষ্ট আধিকারীককে অভিযোগ জানান। মহকুমা দপ্তরের আধিকারীক তৃণমূল কর্মীকে ডেকে ক্ষমা চাইতে বলেন। বর্নিতা দাস ক্ষমা চেয়ে নেন বলে জানান শুভ্র রায়।

অভিযোগ তখনই ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুতুল ঘোষ তাঁর স্বামী শম্ভু ঘোষ ও বর্নিতা দাস মিলে সিপিএম কর্মী শুভ্র রায়কে বেধড়ক মারধোর করে। মারের চোটে আহত সিপিএম কর্মীকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


ছবি: আহত সিপিএম কর্মী।

ভোটার তালিকায় নাম তোলার ফর্ম জমা নিয়ে ভুল করেছে দলীয় কর্মী বর্নিতা দাস, বলেন শহর তৃণমূল কংগ্রেস নেতা তাপস মুখার্জি(বুড়ো)। সিপিএম কর্মী শুভ্র রায় এই ঘটনা নিয়ে বর্নিতা দাসের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি। সেকথা বলায় তাঁর দলের লোকেদেরই মারধর করে সিপিএম কর্মী ও তাদের দলের লোকজন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here