তৃণমূল সরকার ক্ষমতায় আছে বলেই রাজ্যের মানুষ ফ্রেশ অক্সিজেন নিতে পারছেন, বললেন যুব তৃণমূলের সহ সভাপতি সোহম চক্রবর্তী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ ডিসেম্বর: তৃণমূল সরকার ক্ষমতায় আছে বলেই রাজ্যের মানুষ ফ্রেশ অক্সিজেন নিতে পারছেন বললেন যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তী। আজ দুয়ারে সরকার কর্মসূচিতে যোগ দিতে শান্তিপুরে এসেছিলেন সোহম। সেখানে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জোয়ার সারা বাংলাব্যাপী অব্যাহত রয়েছে তাতে আমরা উচ্ছ্বসিত। রাজ্যের প্রতিটি পরিবারের অভিভাবক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে দুয়ারে সরকার কর্মসূচিতে ১০দিনে প্রায় ৪৪ লক্ষ মানুষ সাড়া দিয়েছে।

মুখ্যমন্ত্রী তাঁর উন্নয়নকে অব্যাহত রেখেছেন। একটার পর একটা প্রকল্প তিনি মানুষের জন্য নিয়ে আসছেন, যেগুলো আমরা মানুষের কাছে পৌছে দিচ্ছি। অন্যদিকে বিজেপির মিথ্যাচার অত্যাচারে কোনও রকম ভাবে পা না দওয়ার কথা বলেন সোহম। তিনি বলেন, যারা অসফল তারা অনেক রকম কথা বলবে তাদের কথায় কান দেবেন না। আশা করি মানুষ সেটা বুঝবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এর জবাব দেবে। তিনি বলেন, রাজ্য তৃণমূল আছে বলেই মানুষ ফ্রেশ অক্সিজেন নিতে পারছেন, শান্তির অক্সিজেন নিতে পারছেন, স্বাধীনতার অক্সিজেন নিতে পারছেন। আর এই সবই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here