শক্তিগড়ে কাদের সঙ্গে বৈঠক করলেন অনুব্রত মণ্ডল, জল্পনা তুঙ্গে

আমাদের ভারত, ৭ মার্চ: আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে আসার পথে তিনি শক্তিগড়ে তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এই তিন ব্যক্তি কারা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আজ সকাল ৬.৪০টা নাগাদ অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে বের করে আনা হয়। পুলিশি প্রহরায় কলকাতায় নিয়ে যাওয়ার পথে শক্তিগড়ে একটি হোটেলে জলখাবার খাওয়ানো হয়। কচুরি, তরকারি এবং মিষ্টি দিয়ে প্রাতরাশ সারেন তিনি। তাঁর সঙ্গে তিন অপরিচিত ব্যক্তিকেও খেতে দেখা যায়। সাংবাদিকদের তার ধারেকাছে যেতে দেওয়া হয়নি। দূর থেকে পরিস্কার বোঝা যাচ্ছিল তাদের সঙ্গে রীতিমতো শালা পরামর্শ করছেন অনুব্রত। আধঘন্টা ধরে তাদের সঙ্গে কথা বলেন। কাচ দিয়ে ঘেরা ঘরে একজনের কানের কাছে মুখ নিয়ে অনুব্রতকে কিছু বলতেও দেখা যায়।

এই তিন ব্যক্তি অনুব্রত আসার আগে থেকেই অপেক্ষা করছিলেন। তাদের চালচলন থেকে এটা পরিষ্কার ছিল তারা জানতেন অনুব্রত এই নির্দিষ্ট হোটেলে খাবেন। সেইমত তারা অপেক্ষা করছিলেন। অনুব্রত যখন খাচ্ছিলেন তখন সাংবাদিকদের তার কাছে ঘেঁসতে দেওয়া হয়নি, কিন্তু এই তিন ব্যক্তি বিনা বাধায় অনুব্রতর পাশে গিয়ে বসে আর খেতে খেতে তাঁর সঙ্গে ৩০ মিনিট ধরে কথা বলেন। পুলিশ কর্মীরা সেই সময় একটু দূরে দাঁড়িয়েছিল।

এই তিন ব্যক্তি কারা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। দিল্লি যাবার আগে দলের নেতাদের কি বিশেষ কোনো নির্দেশ দিয়ে গেলেন অনুব্রত?

ওই তিন ব্যক্তি বীরভূম থেকে এসেছিল। তারা যে এসইউভি গাড়িতে এসেছিলেন তার রেজিস্ট্রেশন নম্বর ধরে খোঁজ নিয়ে জানা গেছে বীরভূমের বাসিন্দা মলয় পিটের গাড়ি। এই মলয় পিট শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্নধার। তার ব্যাংক একাউন্টে বিপুল টাকা লেনদেনের ঘটনায় ইতিমধ্যেই ইডি, সি বি আই জেরা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *