প্রত্যাহার করে নেওয়া হল “ভারত জাকাত মাঝি পারগানা মহল”- এর একটি অংশের ডাকে শুরু হওয়া অনির্দিষ্টকালের বনধ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ মার্চ:
ঝাড়গ্রাম জেলায়, আদিবাসী সামাজিক সংগঠন “ভারত জাকাত মাঝি পারগানা মহল”- এর একটি অংশের ডাকে, আজ সকাল থেকে শুরু হওয়া “অনির্দিষ্টকালের বনধ” প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সংগঠনের ঝাড়গ্রাম জেলা পারগানা ঢাঙ্গা হাঁসদা আজ বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, জেলাশাসক ও পুলিশ সুপারের অনুরোধে তাঁরা এই ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছেন। সেই সঙ্গেই তিনি জানান, জেলাশাসকের মাধ্যমে তাঁরা রাজ্য বিধানসভায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের আদিবাসীদের সম্বন্ধে করা অসঙ্গত মন্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেবার জন্য অধ্যক্ষের কাছে লিখিতভাবে অনুরোধ করা হবে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আদিবাসীদের “বহিরাগত” বলে মন্তব্য করছিলেন, এরই প্রতিবাদে ঝাড়গ্রাম জেলাজুড়ে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছিল। তবে এই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায়, ঝাড়গ্রামের অধিবাসী সহ ঝাড়গ্রামে আসা পর্যটক ও পর্যটন ব্যবসা সঙ্গে যুক্ত সকলেই স্বস্তি অনুভব করছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here