স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর,২০ জুলাই: মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীর মৃতদেহ উদ্ধারে ২৪ ঘন্টার মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। একটি নালাতে ভেসে থাকতে দেখা যায় ওই যুবকের মৃতদেহ। ওই ছাত্রীর পরিবারের লোকজন খুন করে নালাতে ফেলে দিয়েছে বলে অভিযোগ। কারণ তার বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছিল। মৃতদেহ উদ্ধার হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পরে চোপড়া এলাকায়। দেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গতকাল এক মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীর মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চোপড়ায় এলাকায়। মৃত ওই ছাত্রীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুষ্কৃতীরা ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করে ফেলে রেখে গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী।পুলিশ অবরোধ ওঠাতে গেলে তখন আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক খন্ড যুদ্ধ বেধে যায় তাদের। বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর ২৪ ঘন্টার মধ্যেই ওই যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় ঘটনায় ফের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই যুবকের বিরুদ্ধেই খুনের অভিযোগ তুলেছিল মৃত ছাত্রীর পরিবার।