
আমাদের ভারত, বালুরঘাট, ২৫ মার্চ: করোনার লকডাউনে মাস্কের রমরমা ব্যবসা বালুরঘাটে। আতঙ্কে মাস্ক কেনার হুড়োহুড়ি সাধারণের। ওষুধের দোকানগুলিতে অমিল এন.নাইনটিন মাস্কের। রাস্তার ধারে ধারে দেদারে বিকোচ্ছে সাধারণ মাস্ক। মালদা থেকে আগত ওই সব মাস্কই ২০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। যদিও অযথা মাস্কের প্রয়োজন নেই বলে স্পষ্ট জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে।
করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে ওই সব মাস্ক বিক্রি করছেন কিছু বিক্রেতারা। করোনা নিয়ে লকডাউনের সময় সীমা বৃদ্ধি হতেই একপ্রকার আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ মাস্ক কেনার প্রতি নিজেদের ঝোঁক বাড়িয়েছেন। এন নাইন্টিন মাস্কের অভাবের সুযোগকে কাজে লাগিয়ে যেমন তেমনভাবে তৈরি করা মাস্কই চলছে দেদার বিক্রি। বিগত বেশকয়েকদিন যাবত এমনই চিত্র ফুটে উঠেছে গোটা বালুরঘাট শহরজুড়ে। আতঙ্কে প্রায় সকল মানুষই কোন না কোন মাস্ক পড়েই রয়েছেন।
মাস্ক বিক্রেতা বলরাম রাজবংশী এবং রামপ্রসাদ সাহারা জানিয়েছেন, মালদা থেকে তাঁরা এই সব মাস্ক এনেছেন। ২০ টাকা থেকে শুরু করে ৩০ আবার কোনটা ৪০ টাকাতেও বিক্রি করা হচ্ছে। মানুষ প্রয়োজন অনুসারে তা কিনছেন। বিগত কয়েকদিন যাবত মাস্কের প্রচুর চাহিদা থাকায় প্রচুর মাস্ক বিক্রি করেছেন তারা।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, শুধুমাত্র অসুস্থদের মাস্ক পড়া জরুরী। সুস্থ লোকেদের মাস্কের কোন দরকারই নেই। জেলায় এখনো তেমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যে সকলকেই মাস্ক পড়ে ঘুরতে হবে। প্রয়োজন হলে স্বাস্থ্য দপ্তরের তরফে তা জানিয়ে দেওয়া হবে।