শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ায় দলে কোনও প্রভাব পড়বে না, দাবি উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৮ নভেম্বর: “প্রভাব পড়বে কিনা তা সময়ই বলবে। তবে উত্তর দিনাজপুর জেলায় ৯টি বিধানসভাই জয়ী হবে তৃণমূল কংগ্রেস।” শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ কিংবা যদি শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়েন সেই প্রসঙ্গে আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস।

তাঁর কথায় দলই শেষ কথা। রায়গঞ্জ পুরসভার বেশকিছু তৃণমূল কাউন্সিলর শুভেন্দু অধিকারীর “দাদার অনুগামী”তে নাম লিখিয়েছেন, এ প্রশ্নের উত্তরে জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, এগুলো ভূল খবর। রায়গঞ্জ পুরসভার কোনও কাউন্সিলরই শুভেন্দু অধিকারীর “দাদার অনুগামী”র সাথে যুক্ত নয়। এগুলো বিরোধী দলের অপপ্রচার। সন্দীপবাবু বলেন, শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়েছেন তিনি তৃণমূল বা বিধায়ক পদ ছাড়েননি। নন্দীগ্রাম সহ দলে বেশী সময় দেওয়ার জন্য সরকারী পদ ছাড়তে পারেন। তবে তিনি দল ছাড়লে কি প্রভাব পড়বে তা এখুনি বলা যাবেনা। সেসব সময়ই বলবে বলে জানান সন্দীপ বিশ্বাস।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here