
আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা: এক বধুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কুলতলি দক্ষিণ নারায়ণতলা গ্রামে। বছর ২৪ এর ওই গৃহবধুকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের সদস্যের। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।
প্রতিদিনের মত শুক্রবার রাতে কলকাতা থেকে ফিরে কুলতলি বাজার থেকে বাজার করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল ওই গৃহবধূ। কিন্তু সারা রাত বাড়ি না ফেরায় চিন্তিত ছিলেন পরিবারের লোকেরা। শনিবার সকালে তার দেহ রাস্তার পাশে একটি জলা জমিতে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিত ভাবে ওই গৃহবধুকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনায় তাঁর স্বামী তাপস সরদারের হাত রয়েছে বলেও দাবি করেছেন বাপের বাড়ির লোকজন। কারণ গত তিন বছর ধরে তাপসের সাথে বিবাহ বিচ্ছেদ ও খোরপোষের মামলা চলছিল ওই গৃহবধুর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।