
আমাদের ভারত, দিঘা, ২ জুন: নিউ দিঘার বালিয়াড়ির ভেতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। গতকাল রাত থেকে নিখোঁজ ছিল মহিলা। মৃতার স্বামী ও দুই সন্তানকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ।
নিউ দিঘার বালিয়াড়ি থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করল দিঘা থানার পুলিশ। মৃত মহিলার নাম সাকিনা বিবি(৩০)। মৃতার স্বামী সেক সাবির দিঘায় রিক্সা চালায়। সাবিরের বাড়ি নদিয়ার শান্তিপুর হলেও গত কয়েক বছর দিঘায় থাকত তারা। গতকাল থেকে নিখোঁজ বলে থানায় অভিযোগ জানায় সাবির। পুলিশের সন্দেহ গত রাতে এই মহিলাকে হত্যা করে বালিয়াড়িতে পুঁতে দেওয়া হয়েছে। জিজ্ঞসাবাদের জন্য পুলিশ মৃত সাকিনার স্বামী ও দুই সন্তানকে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে।