আমাদের ভারত, হুগলী, ১৩ জুলাই: এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পান্ডুয়ার তিন্না গ্রামের রায়পাড়ায়। তিনদিন নিখোঁজ ছিল ঐ মহিলা বলে পাড়ার লোকের অভিযোগ। মৃতার নাম লক্ষ্মী রায়। বয়স ৩২ বছর। সোমবার সকালে তিন্না ও সিমলাগড়ের মধ্যবর্তী জিটি রোডের পাশের একটি পুকুরে ঐ মহিলার মৃতদেহ দেখতে পায় মাঠে কাজ করতে যাওয়া কিছু লোকজন। তড়িঘড়ি পান্ডুয়া থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ।
বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তাদের মেয়েকে মারধর করে জলে ফেলে খুন করা হয়েছে। তাদের আরো অভিযোগ, শ্বশুর বাড়ি লোকজন প্রতি নিয়ত তাকে মারধর করতো এবং প্রতিবারই তাকে বাপের বাড়ি দিয়ে আসতো। গত এক সপ্তাহ আগে বাপের বাড়ির লোক তাকে শ্বশুরবাড়ি দিয়ে গিয়েছিলেন। পুলিশ স্বামী সনাতন রায় সহ শ্বশুরবাড়ির লোকজনদের আটক করেছে।