ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের মহিলা শাখার পক্ষ থেকে মেদিনীপুরে বিশ্বনারী দিবস

আমাদের ভারত, মেদিনীপুর, ৮ মার্চ: রবিবার মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানান অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সারাবিশ্বে নারী এক অন‍্যতম শক্তি হলেও বর্তমান সমাজে দিনের পর দিন নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, আর্থিক অনটনের মধ্যে কম বয়সী মেয়েদের বিয়ে করতে বাধ্য করা হচ্ছে তাই নারী শক্তিকে রক্ষা করার জন্যই বর্তমানে সংগঠিত হয়েছে বিভিন্ন মহিলা সংগঠন।

মেদিনীপুর শহরের ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের মহিলা শাখার পক্ষ থেকে বিশ্বনারী দিবস অনুষ্ঠিত হয় শহরের একটি বেসরকারি অডিটোরিয়ামে। অনুষ্ঠানটি পঞ্চম বছরে পা রেখেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা রোশনেরা খান, সংগঠনের সভাপতি দেবযানী ঘোষ, সদস‍্যা সুপ্তি রায়, সঙ্গীতা পাল সহ অন্যান্য সদস‍্যা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বৃষ্টি মুখার্জি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here