মেট্রো স্টেশনে ধরা পড়ল তাজা কার্তুজ সহ এক মহিলা

আমাদের ভারত,২১ জানুয়ারি: দিল্লির জামা মসজিদ মেট্রো স্টেশনে তাজা কার্তুজ সহ ধরা পড়েছে এক মহিলা। মাঝ বয়সী মহিলার সঙ্গে একটি ব্যাগে লুকানো ছিল দুটি তাজা কার্তুজ। স্টেশনে ঢোকার মুখে যে চেকিং পয়েন্ট থাকে তার স্ক্যানারে ধরা পড়ে যায় ওই মহিলার ব্যাগে কার্তুজ রয়েছে। তারপরই বছর ছেচল্লিশের ওই মহিলাকে আটক করে সিআইএসএফ।
ধৃত মহিলাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ডিসিপি (মেট্রো) বিক্রম পাড়োয়াল জানান, মহিলা জানিয়েছে তাজা কার্তুজগুলি তার এক আত্মীয়ের। ওই আত্মীয় তাদের বাড়িতে এসে ব্যাগটি ফেলে গিয়েছিল। তারপর থেকে সেগুলি ব্যাগেই রাখা ছিল।

মহিলা আদৌ সত্যি কথা বলছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত মহিলার বাড়ি উত্তরপ্রদেশের মথুরায়। সোমবার দুপুর দেড়টা নাগাদ জামা মসজিদ মেট্রো স্টেশনে এক্সরে স্ক্রিনিংয়ে তার ব্যাগের ভেতরে দুটি কার্তুজ দেখা যায়। আর তখনই সিআইএসএফ তাকে আটক করে।

পুলিশের জেরায় ওই মহিলা জানায় নয়ডার একটি হাসপাতালে তার ভাসুরপো ভর্তি রয়েছে। সোমবার সেখানে তার মৃত্যু হয়েছে সেই সংবাদ পেয়ে সে মথুরা থেকে দিল্লি এসেছেন। জামা মসজিদ মেট্রো স্টেশন থেকে ট্রেন ধরে তার নয়ডা যাওয়ার কথা ছিল।

উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকটি দিল্লির মেট্রো স্টেশনে বেশ কয়েকবার আগ্নেয়াস্ত্র সহ একাধিক ব্যক্তি ধরা পড়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here