মদের দোকান বন্ধের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মহিলাদের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ নভেম্বর: মদের দোকান বন্ধের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকার মানুষ। পূর্ব মেদিনীপুরের পিছাবনীর কাছে দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের ওপর এই অবরোধের জেরে দীর্ঘ প্রায় এক ঘণ্টা বন্ধ হয়ে যায় যানচলাচল। কাঁথি থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

অবৈধ মদের দোকান বন্ধের দাবিতে এলাকার বেশ কয়েকটি মদের দোকানে হামলা চালালো মহিলা সহ এলাকার মানুষজন। কাঁথি থানার মহিষাগোটের ঘটনা। অবৈধ দোকান বন্ধের পাশাপাশি পাড়ায় পাড়ায় অনুমোদিত মদের দোকান বন্ধের দাবিতেও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। ছোটখাটো হোটেল, চায়ের দোকানের আড়ালে অবৈধ মদের কারবার চলছে এলাকায় দীর্ঘদিন ধরে। তেমনই বেশ কয়েকটি দোকানে হামলা চালান উত্তেজিত মহিলারা। স্থানীয় মহিলাদের অভিযোগ, মদ খাওয়ার জন্য প্রচুর টাকা অপচয় করছেন বাড়ির পুরুষ সদস্যরা। মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করছেন, বউ-বাচ্চাকে মারধর করছেন মদ্যপ পুরুষেরা। মদের দোকান বেশি থাকায় মহিলাদের, ছাত্র ছাত্রীদের বাড়ি থেকে বেরোনোর সমস্যা হচ্ছে। দ্রুত এইসব বৈধ ও অবৈধ মদের দোকান বন্ধ করার আবেদন জানান বিক্ষোভরত মহিলারা।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঁথি থানার পুলিশ। ঘটনাস্থলে গেলে, পুলিশ ও জনতার মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ উঠে যায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here