লকডাউনেও হয়নি বন্ধ, করোনা আতঙ্কে এলাকার মদের ঠেক ভেঙ্গে দিলেন প্রমীলা বাহিনী

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ এপ্রিল:
করোনা আতঙ্কে এলাকার মদের ঠেক ভেঙ্গে দিলেন প্রমীলা বাহিনী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পশ্চিম বোগ্রাম গ্রামে। গ্রামের মহিলাদের দাবি, এলাকার মদের ঠেককে কেন্দ্র করে বহু অপরিচিত ভিন এলাকার মানুষের সমাগম হত। মুখে বললেও স্থানীয় ও বহিরাগত মদ্যপায়ীরা লক ডাউনেও বন্ধ করেনি তাদের ঠেক। ফলে বাধ্য হয়ে আজ গ্রামের সব মহিলারা একত্রিত হয়ে মদের ঠেকটিই ভেঙ্গে দিয়েছেন। মদের ঠেক ভাঙ্গা নিয়ে মদ বিক্রেতা ও মদ্যপয়ীদের সাথে এলাকার মহিলাদের বাপক খণ্ডযুদ্ধ বাধে। এই ঘটনাকে কেন্দ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

একেই সাধারণ খেটে খাওয়া মানুষ করোনা ভাইরাস নিয়ে ব্যাপক আতঙ্কিত হয়ে রয়েছেন। গোটা দেশজুড়ে চলছে লক ডাউন। আর এই লক ডাউনেও রায়গঞ্জ থানার কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের পশ্চিম বোগ্রাম গ্রামে রমরমিয়ে চলছে মদের ঠেক। মদ বিক্রেতা ও মদ্যপায়ীদের ভিড়ে সামাজিক দূরত্ব হারিয়ে গিয়ে করোনার আতঙ্ক গ্রাস করেছিল গ্রামের মহিলাদের। আতঙ্কিত মহিলারা জানান, শুধু গ্রামের পুরুষ ও যুবকরাই নয় ভিন এলাকা থেকে অপরিচিত মানুষজনের জমায়েত স্থল হয়ে উঠেছিল এই মদের ঠেক। যেকোনও মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে গ্রামে। বহুবার আবেদন নিবেদন করেও কোনও কাজ না হওয়ায় মঙ্গলবার পশ্চিম বোগ্রাম এলাকার মদের ঠেক ভেঙ্গে দিলেন গ্রামের মা বোনেরা। সংক্রমণ প্রতিরোধ করার পাশাপাশি এলাকার সামাজিক অবক্ষয় রুখতে তাদের এই পদক্ষেপ বলে জানালেন গ্রামের মহিলারা। মহিলাদের এই প্রতিবাদে শামিল হয়েছিলেন পশ্চিম বোগ্রাম গ্রামের বেশকিছু সমাজ সচেতন মানুষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *