কাঁধে দোলা নিয়ে মা দুর্গার পুজোর ঘট ভরলেন মহিলারা, রাজ্যে নজির গড়লেন রামপুরহাটের পুজো উদ্যোক্তারা

আশিস মণ্ডল, রামপুরহাট , বীরভূম, ১২ অক্টোবর:
কাঁধে দোলা নিয়ে মা দুর্গার ঘট ভরলেন মহিলারা। ঘট ভরা এবং কলাবৌ স্নান করালে মহিলারাই। কাঁধে দোলা নিয়ে রাজ্যে নজির গড়লেন বীরভূমের রামপুরহাট কালিসাঁড়া নাগরিক কমিটির সদস্যরা।

এবছর এই দুর্গা পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এলাকার মহিলারা। চাঁদা আদায় থেকে পুজোর সামগ্রী জোগার সবটাই করছেন তারা। এবার কলা বৌ–এর দোলাযাত্রায় সামিল হলেন। তাঁরাই দোলায় মাদুর্গার ঘট নিয়ে গিয়ে, জল ভরে আনলেন। উদ্যোক্তারা জানান, আমরা মাতৃশক্তি মহামায়ার আরাধনা করছি। মা দুর্গা নারী হয়ে তিনি মহিষাসুর বধ করেছিলেন। তাহলে আমরা কেন পারবো না। তাই পুর্ণ কলস ঘট মন্ডপে প্রবেশে আমরা দোলা যাত্রায় অংশ নিয়েছি।

কালিসাঁড়া-আমতলা সর্বজনীন দুর্গা পুজো এবার ১১ বছরে পদার্পণ করল এবছর পুজোর থিম “পতির অন্তরে সতী”। প্রায় ৪০ ফুট উচ্চতার শিব লিঙ্গের আদলে মন্ডপ। মন্ডপের বাইরে ও ভিতরে নিখুঁত শিল্পকলার কারুকার্য। প্রাচীন রনমূর্তির আদলে প্রতিমা। ২০২০ সালে ন’টি সংস্থা থেকে এই পুজো বীরভূম জেলার সেরা পুজোর শিরোপা অর্জন করেছে। এবছরও জেলায় অন্যতম স্থান করে নিতে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করতে শুরু করেছে কালিসাঁড়া নাগরিক কমিটির দুর্গা পুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *