তরুণী চিকিৎসকে গণধর্ষণ করে খুনের ঘটনায় রাতজেগে প্রতিবাদ জানাচ্ছেন হুগলীর মহিলারা

আমাদের ভারত, হুগলী, ৪ ডিসেম্বর: হায়দরাবাদে চিকিৎসক তরুণীকে গণধর্ষণের পর জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে শামিল হলেন হুগলী জেলার মহিলারা। গত তিনদিন ধরে দিনরাত অবস্থানে বসে প্রতিবাদ জানাচ্ছেন এক কলেজছাত্রী। এবার তাঁর সঙ্গে প্রতিবাদে শামিল হলেন বহু মহিলা এবং তরুণী। গতকাল তাঁরাও রাতজেগে অবস্থান বিক্ষোভ করেছেন। তাঁদের এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন প্রতিবাদী মহিলারা। চুঁচুড়া ঘড়িমোড়ে এই অবস্থান বিক্ষোভ চলছে। হায়দরাবাদ কান্ডে দেশ জুড়ে নিন্দার যে ঝড় উঠেছে তাতে এই ভাবে শামিল হল হুগলী জেলাও।

ঘটনার পরদিন থেকেই গত তিনদিন ধরে বাঁশবেড়িয়ার বাসিন্দা বহ্নিশিখা রায় নামের এক কলেজ ছাত্রী ঘড়ির মোড়ে অবস্থান করে প্রতিবাদ জানাচ্ছেন। গতকাল রাতে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন তিরিশজন মহিলা। তাঁরা জানিয়েছে, প্রতিবাদী বহ্নিশিখার মনোবল বাড়ানোর জন্যেই শামিল হয়েছেন। তাঁরা স্বেচ্ছায় একে একে বহ্নিশিখার পাশে থেকে প্রতিবাদ জানাতে শুরু করেন। গতকাল থেকে এই মহিলাদের সমর্থনে বহু পুরুষও যোগ দেন ঘড়ির মোড়ে।

গতকাল সন্ধ্যায় নিহত চিকিৎসকের ছবি রেখে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান মহিলার। এরপর সারা রাত ধরে গণধর্নায় বসে থাকেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় এই ধর্না কর্মসূচিতে বসেছেন তারা। বুধবারেও চলছে অবস্থান। চূঁচুড়া ঘড়ির মোড়ে এই অবস্থান বিক্ষোভ অনির্দিষ্ট কাল ধরে চলবে বলে জানিয়েছেন তাঁরা। নারী ধর্ষণের প্রতিবাদে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক বলে জানানো হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here