জঙ্গলমহলের মানুষের মনে সিআরপিএফের প্রতি আস্থা বৃদ্ধির লক্ষ্যে একাধিক জনস্বার্থ মূলক কর্মসূচির আয়োজন মহিলা বাহিনীর

আমাদের ভারত, ২৮ জানুয়ারি: বর্তমানে জঙ্গলমহল এলাকায় একাধিক জায়গায় শান্তি বজায় রাখতে সিআরপিএফের মহিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মহিলা বাহিনীর উদ্যোগে ঝাড়গ্রামের দাইনমারি, কাশিভাঙ্গা, নাটুন্ডিহ, নুনিয়াকান্দার এবং হাড্ডি এলাকায় একটি সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে কমান্ড্যান্ট সিমা তাওলিয়া, ডেপুটি কমান্ড্যান্ট রাজমঙ্গল ভক্ত সহ অন্যান্য সিআরপিএফ অফিসাররা উপস্থিত ছিলেন। এলাকার দরিদ্র ও অভাবী গ্রামবাসীদের কম্বল বিতরণ করা হয় রিজার্ভ ফোর্সের মহিলা বাহিনীর উদ্যোগে।

এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফে (সিআরপিএফ) স্থানীয় জনগণকে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস প্রদান করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে গ্রামবাসী।

সিআরপিএফ-এর প্রতি স্থানীয় জনগণের আস্থা বৃদ্ধির উদ্দেশ্যেই সিআরপিএফের ২৩২ মহিলা ব্যাটালিয়ন এই উদ্যোগ নিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here