ভেড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর নগ্ন মুন্ডু কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য শাসনে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১ ফেব্রুয়ারি:
তরুণীর মুণ্ড কাটা দেহ ভাসছে ভেড়ির জলে। এলাকাবাসীর নজরে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উত্তর ২৪ পরগণার শাসন থানার শাসন গ্রামের ছয় নম্বর মাছের ভেড়িতে এক তরুণীর মস্তকহীন দেহ জলে ভাসতে দেখা যায় আজ সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শাসন থানা পুলিশ। পুলিশের অনুমান ধর্ষণ করে মুণ্ডু কেটে ভেড়িতে ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। ওই তরুণীর আনুমানিক বয়স ২০।

স্থানীয় সূত্রের খবর, তরুণীর শরীর থেকে মাথা আলাদা করে দেহটি ফেলে দেওয়া হয়। দেহ পুলিশ উদ্ধার করলেও মাথা পাওয়া যায়নি। তবে অনুমান করা হচ্ছে তরুণী স্থানীয় নয়। গায়ের রং উজ্জ্বল ও অবয়ব দেখে অনুমান সম্ভ্রান্ত বংশের ওই তরুণীর। পুলিশেরও প্রাথমিক ধারণা, বাইরে থেকে এনে খুন করা হয়েছে। দেহে রয়েছে ক্ষতচিহ্ন ও আঘাতের একাধিক দাগ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। যদিও মাথা উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here