স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ জুন:
খেলার মাঠ দখল করে কিছু অসাধু মানুষ অর্থের বিনিময়ে হাটে দোকানিদের বসাচ্ছে। তাই হাট বসানো নিয়ে আপত্তি স্থানীয়দের। রানাঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল মহিলারা। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার গোডাউন পাড়ার।
বেশকিছু দিন ধরে ওই এলাকায় রেডিমেট জামা কাপড়ের হাট বসে। কিন্তু লকডাউন শিথিল হবার পর থেকে স্থানীয় গোডাউন পাড়া মাঠে যত্রতত্র পয়সা নিয়ে দোকানীদের বসিয়ে দিচ্ছেন বেশকিছু অসাধু মানুষজন। স্থানীয়দের বক্তব্য, শান্তিপুর স্টেশন লাগোয়া নীলমণি হাটের মালিক কর্তৃপক্ষের সাথে তারা কথা বলেছেন।কিন্তু কিছু অসাধু মানুষজন অর্থের বিনিময়ে তাদের শিশুদের খেলার মাঠ দখল করে হাটে দোকানীদের বসিয়ে দিচ্ছেন এমনটাই অভিযোগ তাদের। আজ ওই এলাকায় শিশুদের মাঠে বেআইনীভাবে হাটের দোকান বসানোর প্রতিবাদে রানাঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন ওই এলাকার মহিলারা।
এছাড়াও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় একটি পুকুরে নোংড়া আবর্জনা ফেলছেন অনেকে ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়াও তাদের আশঙ্কা এর জন্য বাড়তে পারে রোগব্যাধি।