
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি:
রবিবার ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের শ্যামসুন্দরপুর গ্রামে হামলা চালিয়ে মহিলার ঘর ভাঙ্গল একটি দাঁতাল। বাড়ির ভেঙ্গে ফেলা অংশে আহত হয়ে মেনকা লোহার নামে ওই মহিলা হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনার জেরে ফের হাতির আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রবিবার ভোরের আলো ফোটার আগে খাবারের সন্ধানে বেরিয়ে শ্যামসুন্দরপুর গ্রামে হানা দেয় একটি আবাসিক হাতি। গ্রামে একটি মাটির ঘরে বাস করতেন ষাটোর্ধ মেনকা লোহার। ভোর তিনটে নাগাদ হাতিটি গ্রামে ঢুকে মেনকার বাড়িটি ভাঙ্গচুর করে। ভাঙ্গা দেওয়ালের আঘাতে আহত হয় মেনকা। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কেওয়াকোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
আহতের ছেলে বিশ্বনাথ লোহার জানান, মা একা ওই বাড়িতে থাকতেন। এলাকায় দীর্ঘদিন ঘুরে বেড়ানো একটি আবাসিক হাতি এদিন বাড়িতে হানা দিয়েছিল। হাতিটিকে গ্রামবাসীরা কোনোও মতে জঙ্গলের দিকে তাড়িয়ে আহতকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।