লকডাউনে মহিলাদের সমস্যা! যখন তখন যৌনকাজে বাধ্য করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট

আমাদের ভারত, ২২ এপ্রিল: লকডাউনে চরম সমস্যায় পড়েছেন মহিলারা। স্বামীরা সারাক্ষণ ঘরে থাকছেন। হাতে কোনো কাজ নেই তাই বিনোদনের জন্য স্ত্রীর সঙ্গে বেশিরভাগ সময়ই যৌন কর্মে লিপ্ত হয়ে পড়ছেন। স্ত্রীর অনিচ্ছা সত্বেও তাদের বাধ্য করছেন। এব্যাপারে অতিষ্ঠ হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক মহিলা। তাঁর আবেদন আমাদের স্বামীদের কাজে যাওয়ার অনুমতি দেওয়া হোক, আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

ঘানাতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। কিন্তু যাতে ভয়াবহ আকার ধারণ না করে সেই জন্য সেখানেও লকডাউন চলছে। তবে এই অবস্থাতে মুশকিলে পড়েছেন সেখানকার মহিলারা। পুরুষরা কাজে যাচ্ছেন না বাড়িতেই থাকছেন। তারা সারাক্ষণ স্ত্রীর সঙ্গে যৌনতায় মেতে উঠছেন। ঘানার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বলেন, ” সরকারকে অনুরোধ করছি যাতে তারা আমাদের স্বামীদের কাজে যাওয়ার অনুমতি দেয়। আমাদের এখানে সব কজন মহিলার এক অবস্থা। সারাদিন জোর করে বার বার সঙ্গম করতে বাধ্য করা হচ্ছে। তারপর একটু সময় ছাড় দেওয়া হচ্ছে। তখন উঠে আমরা তাদের জন্য খাবার বানাচ্ছি। খাবার খাওয়া আর টিভি দেখা হয়ে গেলেই স্বামীরা আমাদের ওপর যৌন নির্যাতন শুরু করছে। এটা ঘানার সব কটি ঘরের গল্প। আমি সব মেয়েদের হয়ে সরকারকে আবেদন করছি।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here